পাঠক্রমের উদ্দেশ্য :
এই পাঠক্রমের উদ্দেশ্য হল, সহজ মূল্যায়নের মাধ্যমে শিশুদের বুনিয়াদি পড়তে পারার সক্ষমতা নির্ধারণ ও ব্যাখ্যা করা। এই মূল্যায়ন প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে পাঠরত সমস্ত শিশুর জন্য খুব সহজেই করা যায়।এটি wwww মডেল - whenever, wherever, whatever & whosoever অর্থাৎ যে কোনো সময়ে, যে কোনো জায়গায়, যে কোনো কিছু, যে কেউ করতে পারেন এমনভাবেই প্রস্তুত করা হয়েছে, যাতে প্রত্যেক শিশুর শিখনে সমতা বিধান করে সকলকে শেখার সমান সুযোগ প্রদান করা যায়।
সমস্ত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক যাঁরা শিশুদের ভাষা নির্মাণের সামর্থ্য অর্জন করানোর কাজে নিযুক্ত তাঁদের জন্য এই সামগ্রীগুলি উপযোগী হতে পারে। এই পাঠক্রমে চারটি মডিউল রয়েছে, যাতে বিভিন্ন ধরনের ধারণা ব্যাখ্যা করা হয়েছে। প্রয়োজনীয় পঠন সামগ্রীসহ বিষয়গুলি সহজ ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে। এই কোর্সটি দ্রুত এবং সহজে করা যায়।যাঁরা শিশুদের ভিত্তিমূলক পড়ার স্তর সম্বন্ধে জানতে চান তাঁরাই এই কোর্সটি করতে পারেন। শিশুকে ব্যক্তিগত ভাবে মূল্যায়ন করার জন্য ফরম্যাট আর টুলস ডাউনলোড করার ব্যবস্থা আছে। শিশুদের সাক্ষরতার সক্ষমতা বৃদ্ধি করা এবং তা অর্জন করানোর জন্য প্রয়োজনীয় শিক্ষণ সামগ্রীও এখানে দেওয়া হয়েছে।
এই মডিউলটিতে অংশগ্রহণকারীদের শিশুর বুনিয়াদি স্তরের পড়ার মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এতে পড়ার মূল্যায়নপত্র ব্যবহার করে কী কাজ করতে হবে সেই সম্পর্কে একটি সার্বিক ধারণা দেওয়া হয়েছে।
পড়ার মূল্যায়ন নেওয়ার আগে ধাপে ধাপে শিশুর সঙ্গে সুসম্পর্ক তৈরি করা এবং তারা যাতে স্বচ্ছন্দ ভাবে রিডিং মূল্যায়নে অংশ নেয় সেই প্রক্রিয়ার কথা এই মডিউলে বলা হয়েছে।
এই মডিউলে অংশগ্রহণকারীদের পড়ার মুল্যায়নপত্র এবং শিশুদের পড়ার দক্ষতার বিভিন্ন স্তর ( কাহিনি, অনুচ্ছেদ, শব্দ, বর্ণ এবং প্রারম্ভিক ) কীভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে বিস্তারিত ভাবে বোঝানো হয়েছে। এর সঙ্গে অংশগ্রহণকারীরা কেস স্টাডি ব্যবহার করে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কেও শিখবেন।
এই অন্তিম মডিউলটিতে, অংশগ্রহণকারীরা কীভাবে প্রতিটি শিশুর শিখন স্তর নথিবদ্ধ করতে হয়, কীভাবে একদল শিশুর এই ফলাফল সারসংক্ষেপ করতে হয় এবং কীভাবে এই ফলাফল সহজভাবে বিচার বিশ্লেষণ করে শিশুর পড়ার স্তর নির্ণয় করতে হয় তা শিখবেন। অংশগ্রহণকারীরা এই মডিউলে শিশুর শিখন অগ্রগতির ট্র্যাক কীভাবে রাখতে হয় তাও বুঝতে পারবেন।
নোট: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড, প্রথম এডুকেশন ফাউন্ডেশনের সহায়তায় এই ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমারেসি (এফ এল এন) কার্যক্রমের পাঠক্রম সামগ্রী প্রস্তুত করেছেন।